<p style="text-align:justify">পটুয়াখালীর দুমকিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় সোমবার দুমকি থানায় অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি মো. আবুল বাশার।</p> <p style="text-align:justify">সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের মেইন গেট ও প্রতিটি কক্ষের তালা ভেঙে ভেতরে থাকা ৩৪টি সিলিং ফ্যান, ১টি ৭ কেভি জেনারেটর, সোলার বিদ্যুতের ৩টি বড় হ্যামকো ব্যাটারি; সোলার বিদ্যুতের এটি মেশিন এবং ভবনের ভেতরে বৈদ্যুতিক তার চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য অন্তত ৪ লাখ টাকা।</p> <p style="text-align:justify">স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘বাউন্ডারি ওয়ালের গেটে তালা লাগানো থাকায় আমরা বুঝতে পারিনি যে চুরি হয়েছে, সোমবার দুমকি থানা পুলিশ ভবন পরিদর্শনে এলে দেখা যায়, ভবনের মেইন গেটসহ প্রতিটি কক্ষের তলা ভাঙা এবং এতে কোনো মালামাল পাওয়া নেই।’</p> <p style="text-align:justify">দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ঠিকাদারের প্রতিনিধি মো. আবুল বাশার মালামাল চুরির ব্যাপারে দুমকি থানায় একটি ডায়েরি করেছেন।</p>