<p>গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন হার্টি এসোসিয়েটের টু এক্সেল কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চন্দ্রা-নবীনগর সড়কের পশ্চিম চান্দরা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।</p> <p>কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, হার্টি এসোসিয়েটের কাছ থেকে ভবনসহ মেশিনপত্র ভাড়া নিয়ে তিন শতাধিক শ্রমিক নিয়ে পোশাক উৎপাদন করে আসছে টু এক্সেল নামক প্রতিষ্ঠান। গত নভেম্বর মাসের বকেয়া বেতন ২৩ ডিসেম্বরে পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই দিন বিকেল ৪টার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানা ছুটির আগেই কারখানা থেকে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ। </p> <p>ওই দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন না পেয়ে রাত ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশের সহযোগিতায় রাত ১২টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিকরা একই দাবিতে কারখানার পাশে কালিয়াকৈর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ সাড়ে ১১টার দিকে কারখানায় এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। বিকেলের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয় তারা। তারপর সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার ভিতরে অবস্থান নেন শ্রমিকরা। কিন্তু কথামতো বিকেলেও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় বিকেল ৩টা থেকে ফের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।</p> <p>গাজীপুর শিল্প পুলিশ-২ ওসি আজাদ রহমান বলেন, টু এক্সেল কারখানার শ্রমিকরা চলতি মাস ও নভেম্বর মাসসহ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। এ নিয়ে গতকাল থেকে তিন দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা চলছে।</p>