<p style="text-align:justify">সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরের কাষ্টঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক। তিনি বলেন, ‘বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।’</p> <p style="text-align:justify">সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছাড়াও বিজিত চৌধুরী সদ্য বিলুপ্ত সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ছিলেন।</p>