<p>চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সানজিদা ওরফে সাজন বিবি (৬০) নামে এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্বামী কসবা ইউনিয়নের সোনাইচন্ডি বিজলীপাড়া গ্রামের মো. একরামুলকে (৭০) আটক করেছে পুলিশ। একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে।</p> <p>স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই গ্রামের অদূরে একটি পেয়ারা বাগানের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে নিকটস্থ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মারা যান।</p> <p>নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একাদিক দল ওই গ্রামের নিকটে পেয়ারা বাগানে যায়। আটক করা হয় একরামুলকে।</p> <p>জানা গেছে, সে ওই পেয়ারার বাগানে প্রহরীর কাজ করে। তার দ্বিতীয় স্ত্রী সানজিদা সকাল সাড়ে ৯টার দিকে ছাগল চরাতে ওই বাগানের কাছে যাওয়ার পর ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, একরামুল ঘটনার সঙ্গে জড়িত। সে নিজে বা লোক দিয়ে এ কাজ করিয়েছে। এর কারণও রয়েছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে। একরামুলের প্রথম স্ত্রী একই গ্রামে পৃথক বসবাস করে। প্রথম ঘরে একটি বিবাহিত মেয়ে সন্তান থাকলেও ২৫ বছর পূর্বে বিয়ে করা সানজিদার ঘরে একরামুলের কোনো সন্তান নেই। তবে সে বর্তমানে দ্বিতীয় স্ত্রী সানজিদাকে নিয়েই থাকত।</p> <p>ওসি আরো বলেন, সানজিদার কোমর, পেটসহ দেহের বিভিন্নস্থানে ৮/১০টি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ময়নাতদন্ত হওয়ার পর নাচোল আনা হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। </p>