<p>দুই চোখে স্বপ্ন ছিল বিদেশে গিয়ে রোজগার করে সংসারের অভাব ঘোচাবেন। বিদেশে যাওয়ার সেই স্বপ্ন পূরণ হলেও বিপাকে পড়েছেন মামা-ভাগিনা। দেশে মো. রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।</p> <p>গত প্রায় দেড় মাস ধরে সেখানের আরেক প্রতারকের খপ্পরে পড়ে ভবনের কক্ষে তালাবদ্ধ অবস্থায় দিন পার করছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের পাঁচগয়েশপুর গ্রামের মামা হাবিবুল্লাহ (৩২) ও ভাগিনা মো. শাহজাহান (২২)। সেখান থেকে মোবাইলে পরিবারের কাছে ভিডিও কল দিয়ে নিজের অবস্থানের দৃশ্য ছাড়াও অমানবিক কষ্টের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়ে দেশে ফিরে আসার আকুতি জানাচ্ছেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে বেড়েছে শীত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735190831-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে বেড়েছে শীত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461513" target="_blank"> </a></div> </div> <p>কোনো ধরনের কাজ না পেয়ে গত এক মাস ধরে আটকা থাকা অবস্থায় শুধুই ডালের পানি দিয়ে ভাত খেয়ে জীবন পার করছেন বলে জানান। আর পরিবারের লোকজন এমন অবস্থার কথা শুনে ও মোবাইলে দৃশ্য দেখে পাগল প্রায়। বিদেশে পাঠানো ব্যক্তি এখন লাপাত্তা।</p> <p>দুই পরিবারের লোকজন জানান, নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের পাঁচগয়েশপুর গ্রামের আলী আকবরের ছেলে হাবিবুল্লাহ ও মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. শাহজাহান। দুই পরিবারে লোকজন পাশের কেন্দুয়া উপজেলার আদমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রঞ্জু মিয়ার মাধ্যমে সব কাগজপত্র সম্পন্ন করে প্রায় ১০ লাখ টাকা দিয়ে গত ১৩ নভেম্বর সৌদি আরবে পাঠান।</p> <p>জানা যায়, ওই দিন ওই দুজনকে রিয়াদে রিসিভ করেন সেখানকার এক দালাল আলম মিয়া। পরে দুজনকে আবা জেলার শিফা আজিজিয়া নামক গ্রামে নিয়ে যান। গত এই কয়েকদিনে ঘুরেফিরে ওই এলাকার তিনটি জায়গায় রাখা হয়েছে তাদের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলা বিক্রি ও অনুদানের টাকায় চলে সরকারি শিশু হাসপাতাল!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735190329-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলা বিক্রি ও অনুদানের টাকায় চলে সরকারি শিশু হাসপাতাল!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461511" target="_blank"> </a></div> </div> <p>ওই দুই মামা-ভাগিনা পরিবারের কাছে জানান, তাদের মোবাইলে দুদিনের এমবি আছে। এখন কথা বলা গেলেও কখন বন্ধ হয়ে যায় তা বলতে পারেন না। বিদেশে পাঠানো ব্যক্তির কথা মতো কোনো ধরনের কাজ পাননি তারা। এখানকার এক দালাল রঞ্জুর (দেশের দালাল) হয়ে প্রথম প্রথম কাছে গেলেও এখন আর তার কোনো কোনো খোঁজখবর নেই। বর্তমানে একটি চক্র তাদের ছাড়াও কমপক্ষে ৪০ জনকে আটকে রেখেছে। তাদের যে কক্ষে রাখা হয়েছে সেখানের ফরহাদ নামের এক যুবকের একই দশা। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। ছেলে আটকা পড়ে বেকায়দায় রয়েছে এ খবর জানতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ বাবা মারা গেছেন। এ খবরে ফরহাদের মানসিক অবস্থা খুবই খারাপ।</p> <p>আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সৌদিতে থাকা প্রতারণার শিকার শাহাজানের স্ত্রী শরমিন এ প্রতিনিধির কাছে এসে বিস্তারিত ঘটনা জানান। ওই সময় তিনি স্বামীর মোবাইলে ভিডিও কল দেন। স্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়ে শাহজাহান বলেন, ‘আমি বাঁচতে চাই, দেশে যাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করো।’</p> <p>এ সময় ফোনে এ প্রতিনিধি জানতে চাইলে শাহজাহান জানান, এখানে আসার পর থেকে মাস ধরে আটকা রয়েছেন। কোনো ধরনের কামকাজ দেওয়া হচ্ছে না। প্রত্যেক বেলায়ই ডালের পানি ও সিদ্ধ সবজি দিয়ে ভাত খেতে দেওয়া হচ্ছে। ওষুধপত্র ছাড়াও প্রয়োজনীয় কিছুর ব্যবস্থা নেই। হয়তো নির্ধারিত সময়ের পর এখানকার আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাবে। এমনি আভাস পাওয়া যাচ্ছে। এই বলে কান্নায় ভেঙে পড়েন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গফরগাঁওয়ে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735189918-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গফরগাঁওয়ে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461509" target="_blank"> </a></div> </div> <p>দুই পরিবারের সদস্যরা জানান, বিদেশ নেওয়ার আগে বিদেশ পাঠানো ব্যক্তি রঞ্জু মিয়া জানিয়েছিলেন, যাওয়ার সাথে সাথে কমপক্ষে মাসে ৪০ হাজার টাকা বেতনের কাজ পাবেন। কিন্তু সৌদিতে গিয়ে প্রতারণা শিকার হয়েছেন দুজন। এ অবস্থায় রঞ্জুকে খোঁজ করে বাড়িতে পাওয়া যায়নি। ফোন করলেও তিনি ফোন ধরেন না। ঘটনা জানতে  এ প্রতিনিধি বিদেশ পাঠানো ব্যক্তি মো. রঞ্জুর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে ফোন দিলেও রিসিভ করছেন না।</p>