<p>গাজীপুরের কালীগঞ্জে একটি গার্মেন্টসে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। নিরাপত্তাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে ইউরো বাংলা গার্মেন্টস কারখানা থেকে ডাকাতরা প্রায় তিন কোটি টাকা মূল্যের মেশিনারিজ ও মালপত্র লুট করে নিয়েছে বলে জানা গেছে।</p> <p>গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত উপজেলার ঘোনাপাড়া এলাকায় অবস্থিত কারখানায় ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার মধ্যে রাতে মামলা দায়ের করেছেন স্টোর ইনচার্জ আব্দুন নূর চৌধুরী (৬২)। </p> <p>জানা গেছে, কালীগঞ্জ বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানার পাশে অবস্থিত ইউরো বাংলা গার্মেন্টস প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে। কারখানায় বিভিন্ন প্রকার মূল্যবান মেশিনপত্র, অ্যালুমিনিয়াম বার, টেম্পার মেশিনের প্যানেল বার, ক্যাবেল বক্স, ব্যাটারি, স্ক্র্যাব হোল্ডিং রয়েছে। এ সব মালামাল ও কারখানার নিরাপত্তার জন্য দিনে দুজন নিরাপত্তাকর্মী ও ১ জন ক্লিনার এবং রাতে ৬ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাংনীতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বোমাসদৃশ ২ বস্তু উদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735205049-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাংনীতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বোমাসদৃশ ২ বস্তু উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461568" target="_blank"> </a></div> </div> <p>গতকাল বুধবার সকালে ডাকাতির খবর পেয়ে কারখানার কর্তকর্তারা ঘটনাস্থলে আসেন। কারখানা কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কাপড় দিয়ে মুখ বেঁধে অজ্ঞাত ২০-২৫ সদস্যদের ডাকাতদল সীমানা প্রাচীর টপকে কারখানার ভেতর প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীদের বুকে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। পরে তাদের মারধর করে রশি দিয়ে বেঁধে আটকে রাখে মেশিনপত্র ও মালামাল লুট করে ট্রাকে করে ভোর সাড়ে ৪টার দিকে পালিয়ে যায়। লুপ করে নেওয়া মেশিনারিজ ও মালামালের মূল্য ২ কোটি ৮৪ লাখ টাকার মতো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735198857-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461536" target="_blank"> </a></div> </div> <p>মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রজিউল্লাহ খান বলেন, ‘ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। লুট করে নেওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’</p>