<p style="text-align:justify">রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপনিয়া গ্রামের ফায়ার সার্ভিসকর্মী সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন। পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।</p> <p style="text-align:justify">বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে নিহত নয়নের বাড়ি গিয়ে দেখা যায় পরিবারে আহাজারি।</p> <p style="text-align:justify">নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুর জামান নয়ন (২৪)। ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন। তেজগাঁওয়ের ফায়ার সার্ভিসে  স্পেশাল ইউনিটে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের ছড়ান আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামান দুদু মিয়ার ছেলে। </p> <p style="text-align:justify">সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে মাতম। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানচালকের শাস্তির দাবি জানান পরিবার ও স্বজনরা। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবহেলারও অভিযোগ করেন তারা।</p> <p style="text-align:justify">প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা-বাবাসহ পুরো পরিবার। কোনো সান্ত্বনাই যেন মানছে না মায়ের মন। নিহত সোহানুর জামান নয়নের মা মোছা. নাগিস বেগম বলেন, ‘আমার প্রিয় সন্তানকে একবার দেখতে চাই। আমার সন্তানকে বুকে নিব। আমার ছেলে বাড়ি আসবে নতুন কাপড় নিয়ে।’ এভাবে বিলাপ করতে থাকেন তার মা-বাবা।</p> <p style="text-align:justify">নিহত নয়নের বোন সিমা আক্তার বলেন, আমার বড় ভাই তিন দিন আগে তার সঙ্গে কথা হয়েছে। ভাই আমাকে রমজান মাসে নতুন কাপড় দিবেন বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তার বোন সিমা আক্তার।</p> <p style="text-align:justify">পরিবার ও স্বজনদের দাবি, আগুন নেভানোর সময় পুরো এলাকাটি ঘিরে রাখা হলে এমন নির্মম ঘটনা ঘটত না। এসময় ঘাতক চালকের শাস্তির দাবি জানান তারা। </p>