<p>চোরাচালানের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুবর্ণসাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।</p> <p>আটক কাভার্ড ভ্যানচালক শুকুমার চন্দ্র (৫২) যশোরের মণিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভাড়াটিয়া খেলাপি হলে পালিয়ে যায়, শেখ হাসিনাকে জামায়াত আমির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735211082-2aa446d60ce4988074d19931e4bf2a12.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভাড়াটিয়া খেলাপি হলে পালিয়ে যায়, শেখ হাসিনাকে জামায়াত আমির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/26/1461603" target="_blank"> </a></div> </div> <p>বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতাগুলো পোশাক কারখানায় সরবরাহ হওয়ার কথা। অথচ তা না করে একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে গোপনে চোরাচালানের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁতশিল্প এলাকায় এসব সুতা বাজারজাত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের সাথে তাঁতশিল্পসমৃদ্ধ বেলকুচির একটি চক্রও জড়িত রয়েছে। এ অবস্থায় বুধবার রাতে চট্টগ্রাম থেকে আসা ভারতের সুতাভর্তি একটি কাভার্ড ভ্যান উপজেলার তামাই যাচ্ছিল। ওই সময় সংবাদকর্মীদের সহযোগীতায় স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চোরাকারবারিরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটিসহ ভারতের তৈরি এসটি গোল্ড ব্র্যান্ডের ৮১ কার্টন সুতা জব্দ এবং কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়ছে। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। মামলায় আটক চাললকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করা হয়েছে।</p>