<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন তবে তা হতে হবে সংসদে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‍সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’</p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের মেহেদীবাগে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের দলীয় স্থগিতাদেশ প্রত্যাহারের পর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে আমীর খসরু মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পোড়া সচিবালয়ে মৃত কুকুর, যা বলছেন সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735220380-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পোড়া সচিবালয়ে মৃত কুকুর, যা বলছেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461660" target="_blank"> </a></div> </div> <p>আমীর খসরু বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পরাজিত করেছি। বাংলাদেশ কে নিয়ে জনগণের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারব। ’</p> <p>তিনি বলেন,‘রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন তবে তা হতে হবে সংসদে। জনগণের আস্থা, সমর্থন ও ম্যান্ডেট নিয়ে। জনগণের নির্বাচিত সংসদ সে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্র মেরামতে অনেক আগেই আমরা ৩১ দফা প্রস্তাবনা দিয়েছি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ৩১ দফা বাস্তবায়ন করব এবং জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করব।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাবেক সহসভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম মঞ্জু প্রমুখ।</p>