<p style="text-align:justify">অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ সময় আনুমানিক বেলা দুইটায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ৪৭ জনের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735441365-84afb866d0c95189457d5ad8c1f67ae5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ৪৭ জনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/29/1462567" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নিহতরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন এবং একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজন স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।</p> <p style="text-align:justify">স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়া প্রবাসী শাফায়েত হোসেনের বরাত দিয়ে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমিরাতে জেল খেটে আসা প্রবাসীদের বিক্ষোভ যে দাবিতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735440545-e193a839e90cac252abbcfc60daa5de9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমিরাতে জেল খেটে আসা প্রবাসীদের বিক্ষোভ যে দাবিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/29/1462566" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি জানান, প্রবাসী স্বপন ও সাবরিনা বড়দিনের ছুটিতে অন্য ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রেসৈকতে ঘুরতে যান। এ সময় তাদের ১০ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে সমুদ্রে নেমে ভাটার টানে ভেসে যাচ্ছিল। তাৎক্ষণিক সন্তানদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তারা। সন্তানদের বাঁচাতে পারলেও তারা দুজন জোয়ারে ভেসে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমেছে বৈদেশিক সহায়তার প্রবাহ, ছাড় হচ্ছে না তহবিল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735439945-3223a4f906662121bd173713c65ece1d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমেছে বৈদেশিক সহায়তার প্রবাহ, ছাড় হচ্ছে না তহবিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/29/1462564" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তাদের অকাল মৃত্যুতে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।</p>