<p>ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় হয় বৃষ্টি আক্তারের। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। টানা দুই বছর করেন প্রেম। এতে বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ, বাধা হয়নি ধর্ম। প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা।</p> <p>ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ নাম বদলে রেখেছেন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টিকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বিবেকের চাপে আছি’, আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আরো যা বললেন সিইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735541988-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বিবেকের চাপে আছি’, আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আরো যা বললেন সিইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/30/1462991" target="_blank"> </a></div> </div> <p>আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা হয় বৃষ্টি ও প্রকিপের সঙ্গে। এ সময় কথা হয় তাদের সঙ্গে।</p> <p>তারা জানান, বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735538179-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462980" target="_blank"> </a></div> </div> <p>কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। তিনি এসএসসি পাস করেছেন। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে শুরু হয় প্রেমের। গত ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।</p> <p>কথা হলে বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি খুব খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন তাকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন। তার সঙ্গে চলে যেতে কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা! ফের আলোচনায় সানজিদা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735534108-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা! ফের আলোচনায় সানজিদা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462964" target="_blank"> </a></div> </div> <p>প্রকিপ জানান, তার বিয়ে করা দরকার এবং তিনি মুসলিম হবেন— এ দুটি বিষয় তাকে আকৃষ্ট করেছে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে তিনি খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।</p> <p>ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পতিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।</p>