<p style="text-align:justify">বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিজ নির্বাচনীয় এলাকা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির মাঠে স্থানীয় বিএনপি আয়োজন করে।</p> <p style="text-align:justify">দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটি কথা বলে আসছেন যে, বিএনপি বা বিএনপির কোনো নেতার নামে কেউ চাঁদাবাজি ও দখলবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আমারও একই কথা। সালথা-নগরকান্দায় বিএনপি বা আমার নাম ভাঙেয়ে কেউ চাঁদাবাজি করুক তা আমি চাই না। যদি কেউ এসব করে তাহলে তাকে অবশ্যই পুলিশে ধরিয়ে দেবেন। আমি কোনোভাবেই চাঁদাবাজদের গ্রহণ করব না।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘একটি যৌক্তিক সময় নির্বাচন দেখতে চায় দেশের মানুষ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি ঠিক কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন খুবই দরকার।’</p> <p style="text-align:justify">শামা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনকে সফল করতে হলে এবং টেকসই উন্নয়নে দেশকে গড়ে তুলতে হলে তারেক রহমানের দেওয়া ৩১ দফার বাস্তবায়ন করতে হবে।’</p> <p style="text-align:justify">নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুর তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।  </p> <p style="text-align:justify">উল্লেখ্য, বিএনপি নেত্রী শামা ওবায়েদ নগরকান্দায় নিজ হাতে প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।</p>