<p style="text-align:justify">নাটোরের লোচনগড়ে পীর কবিরাজ আল চিশতীর মাজার ও মাজার প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক বাউলসংগীতের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">কবিরাজ আল চিশতী মাজারের সভাপতি হোসেন কবিরাজ বলেন, ‘মাজারে আমরা প্রতিবছরই ওরসের আয়োজন করি। গত বছরও এলাকায় ১ লাখ টাকা চাঁদা দিয়ে প্রগ্রাম করতে হয়েছে। এ বছরও তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি বলেছি, প্রগ্রাম হয়ে যাওয়ার পর বিষয়টি দেখব। এ বিষয়ে কথা বলতে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা আমাকে সোমবার সন্ধ্যায় ফোন দিয়ে ডেকেছিলেন। আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সন্ধ্যার পর আচমকা দরগায় হামলা চালায় রাজনৈতিক ওই গ্রুপ। আমি প্রাণের ভয়ে লুকিয়ে ছিলাম। হামলাকারীরা অনুষ্ঠানের গেট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা ও দরবারের প্রয়োজনীয় কাগজপত্র থাকার ঘরে ভাঙচুর চালায়। এ সময় খাদিজা নামের এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।’</p> <p style="text-align:justify">নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি বলেন, ‘মাজারের নাম দিয়ে সেখানে তারা গাঁজা-মদ সেবন করে। প্রতিবছর এই সময় তারা দুই-তিন দিন ধরে বিকট শব্দের সাউন্ড বক্স লাগিয়ে সেখানে অনুষ্ঠান করে। এলাকাবাসী নিষেধ করলেও এগুলো শোনে না তারা। তাই গতকাল এলাকাবাসী গিয়ে সেগুলো উচ্ছেদ করেছে।’</p> <p style="text-align:justify">সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। কয়েকজনকে আটকও করা হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।</p>