<p>নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলার প্রাথমিকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে বইয়ের সুবাস নিচ্ছে কোমলমতি শিশুরা।</p> <p>সুবাসে উদ্বেলিত খুদে শিক্ষার্থীরা। বই হাতে পেয়েই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে তারা।</p> <p>বুধবার (১ জানুয়ারি) সকালে বেতাগী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। বছরের শুরুর দিনেই বই বিতরণ উপলক্ষে বেতাগী কিন্ডার গার্টেন স্কুলে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। </p> <p>এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন মল্লিক, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মশিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান।</p> <p>বছরের প্রথমে নতুন বই পেয়ে কেমলমতি শিশুদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাইয়েব্যা তাসফিয়া জানান, নতুন বই পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, বেতাগী উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ১৫টি কিন্ডার গার্টেন স্কুলে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়েছে। আর কিছু দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল শ্রেণি এবং মাধ্যমিকের সকল শ্রেণির বই বিতরণ করা হবে। বছরের শুরুতে এই উপজেলায় যেসব বই এসেছে, সবই বিতরণ করা হয়েছে।</p>