<p>নোয়াখালীর চাটখিলে একটি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টাঙিয়ে বই উৎসবের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।</p> <p>গতকাল বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিক বিদ্যালয়টিতে মোট ২২৪ জন শিক্ষার্থী রয়েছে। গতকাল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে উৎসবের আয়োজন করা হয়। এতে তিনটি শ্রেণির ৪৪ জনের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।</p> <p>আবুল কালাম আজাদ নামের এক অভিভাবক বলেন, ‘বই উৎসবের অনুষ্ঠানে টাঙানো ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখে সবাই প্রতিবাদ করতে থাকেন। এ সময় শিক্ষকদের বলা হলেও তারা ওই ব্যানার না সরিয়েই অনুষ্ঠান চালিয়ে যান। পরে কয়েকজন অভিভাবক ব্যানারের ছবি তুলে নিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছেড়ে দেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লামায় ৩ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735793786-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লামায় ৩ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464036" target="_blank"> </a></div> </div> <p>বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ জানান প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় গতকাল বুধবার থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, ‘ভুল করে গত বছরের ব্যানার টাঙিয়ে বই উৎসব করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়ে গেছে। বিষয়টির জন্য আমরা দুঃখিত।’</p> <p>বই বিতরণে কোনো উৎসব করার নির্দেশনা ছিল না বলে জানিয়েছেন চাটখিল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হান্নান পাটোয়ারী। তিনি বলেন, ‘সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার ছবিসহ ব্যানার দিয়ে অনুষ্ঠানের বিষয়টি আমার জানা নাই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯.৮ ডিগ্রিতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735793369-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুয়াডাঙ্গায় আবারও শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯.৮ ডিগ্রিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464034" target="_blank"> </a></div> </div> <p>নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমন ভুল কিভাবে হয়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’</p>