<p style="text-align:justify">কুমিল্লা সদরের কটক বাজার থেকে কাজী ছবির (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নসংলগ্ন কটক বাজার কবরস্থান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছবির কুমিল্লা সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া গ্রামের মৃত কাজী নজিরের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৪৭ পদে জনবল নেবে মেঘনা পেট্রোলিয়াম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735811437-b48df5575022302bb7665832ae87cdf9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৪৭ পদে জনবল নেবে মেঘনা পেট্রোলিয়াম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/jobs/2025/01/02/1464104" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">চকবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস এ তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাতে এএসআই মো. ইলিয়াস বলেন, ‘কটক বাজার কবরস্থানসংলগ্ন এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ দুপুর ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735811324-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বছরের প্রথম দিনে বিনা মূল্যে শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2025/01/02/1464103" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে নিহতের প্রতিবেশী ও গ্রাম সর্দার আবুল হোসেন বলেন, ‘কাজী ছবির এলাকায় দিনমজুরের কাজ করত। তার সঙ্গে স্থানীয় কারো বিরোধ রয়েছে বলে মনে হয় না। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, প্রকৃত ঘটনা বের করে দোষি ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।’</p>