<p style="text-align:justify">ক্বণনের শুদ্ধতম আবৃত্তি অঙ্গন ৩৯ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানের সূচিতে রয়েছে আলোচনা এবং বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত শিল্পী এবং ক্বণন সদস্যদের একক, বৃন্দ আবৃত্তি ও সংগীত পরিবেশনা।</p> <p style="text-align:justify">এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, কলকাতার খ্যাতিমান আবৃত্তিশিল্পী শাশ্বতী গুহ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি। ক্বণন সভাপতি মোসতাক খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।</p> <p style="text-align:justify">এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক বিশিষ্ট কবি হাসান হাফিজ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হবে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি ক্বণনের প্রতিষ্ঠাতা কর্ণধার সভাপতি ও বাচিক শিল্পী মোসতাক খন্দকারের তত্ত্বাবধানে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন সাংগঠনিক যাত্রা শুরু করে। ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন চট্টগ্রামে আবৃত্তি শিল্পের একটি সংগঠন। শুধু আবৃত্তিশিল্পেই নিবেদিত ছিল ক্বণনের ৩৯ বছরের শ্রমনিষ্ঠ সাধনা।</p>