<p style="text-align:justify">জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর করিমপুর গ্রামের এক বৃদ্ধের মরদেহ আলুক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে করিমপুর গ্রামের কুজাইল দীঘির বড়কোদাল মাঠের আলুক্ষেতে মরদেহটি পড়ে ছিল। গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম লাশ দেখে থানায় খবর দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুয়াশায় গাড়িচালকদের জন্য জরুরি ৪ নির্দেশনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735889714-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুয়াশায় গাড়িচালকদের জন্য জরুরি ৪ নির্দেশনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/03/1464435" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নিহত বৃদ্ধের নাম আব্দুল মালেক খান ফটু (৬৫)। তিনি করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত পিয়ন ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ল সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735888755-0dcb4011b57a78f247ae48dc2fcb3c42.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ল সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/03/1464432" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। করিমপুর চৌমুহনী বাজারে যাওয়ার কথা বলে বের হলেও, তিনি আর ফিরেননি। পরিবারের সদস্যরা সারা রাত তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল, অপেক্ষায় হাসনাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735887896-695c03b32c7748e415012b7b2e2c5c09.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল, অপেক্ষায় হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/03/1464430" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সকালে গ্রামের মাঠে এক কৃষক আলুক্ষেতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল মালেকের বলে শনাক্ত করেন।</p> <p style="text-align:justify">নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিকেলে বাজারে গিয়েছিলেন। কে ও কেন আমার বাবার জীবন কেড়ে নিল? এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ তাকে হত্যা করেছে। আমরা এর ন্যায়বিচার চাই। লাশের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।''</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735886563-c4a787638b21e7f85dea3e48e5a59103.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/01/03/1464426" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। এই হত্যার পেছনের কারণ উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’</p> <p style="text-align:justify">পরিবারের দাবি, দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।</p>