<p>রাজবাড়ীর গোয়ালন্দে নিজ স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাগর শেখ নামে ২৫ বছরের এক যুবক। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামে।</p> <p>পুলিশ, মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাচুরিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সাগর শেখ। নিজ স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। </p> <p>ঘটনার দিন শুক্রবার (৩ জানুয়ারি) স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয় সাগর। একই গ্রামে তার চাচা ফজলে হকের সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের ভেতরে গিয়ে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে ফাঁসিতে ঝুলে।</p> <p>এদিকে এলাকার একদল শিশু ওই ঘরের বাইরে খোলা জায়গায় খেলাধুলা করছিল। তখন তারা ঘরের ভেতরে ভিকটিমকে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে ভিকটিমের পরিবারসহ স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ফাঁসিতে ঝুলে থাকা সাগরকে নিচে নামিয়ে দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই সাগর শেখকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাগরের মরদেহটি উদ্ধার করে পুলিশ।</p> <p>গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সাগর শেখ তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।’</p>