<p>আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, একটা রাস্তা ভাঙা থাকলে নাগরিকদের বা যাত্রীদের যে কষ্ট হয়, তারপরও রাষ্ট্র তা ঠিক করে না কেন? কারণ রাষ্ট্র রাজনীতি যারা করেন, তারা নাগরিকদের ভোগান্তিকে তারা তাদের রাজনৈতিক পূঁজি বানিয়ে ফেলেছেন। রাজনৈতিক দলগুলো তাদের খাসিলত পরিবর্তনের কোনো সংস্কার দিচ্ছে না। রাজনৈতিক দলগুলোর পরিবর্তন হতে হবে। আপনি দুনিয়া বদলাতে চান, কিন্তু আপনি বদলাতে চান না। যারা রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু নিজে বদলাতে চায় না। নিজের দলকে বদলাতে চায় না, তারা রাষ্ট্র সংস্কার কিভাবে করবে?</p> <p>শুক্রবার (৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা এবি পার্টির ব্যানারে লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারের হল রুমে এ আয়োজন করা হয়। এর আগে বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা মাঠে জেলা এবি পার্টির গণসমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p>তিনি আরো বলেন, জুন-জুলাই আগস্টে ১৭০০ মানুষ হত্যা করা হয়েছে। আমরা বলেছি একটা গণতদন্ত কমিশন করবার জন্য। এখনো আমরা জানি না আসলে কতজন মারা গেছেন। তারা কি প্রেক্ষাপটে মারা গেছেন। অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ কাজ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, এ বাস্তবতায় তাদের সফলতা প্রচুর। কিন্তু এখনো জুলাই-আগস্ট গণহত্যায় গণতদন্ত কমিশন হয়নি। ২০১৩ সালে হেফজাতের ওপর গণহত্যার তদন্ত কমিশন হয়নি। ১৫-১৬ বছর যে অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে তার তদন্ত কমিশন হয়নি।</p> <p>ফুয়াদ আরো বলেন, আওয়ামী লীগ চলে গেছে ৫ মাস হয়েছে। দখল কোথাও খালি নেই। রাজনৈতিক ব্যানারে ৫ মাসের ভেতরে শুধু চেহারা পরিবর্তন হলো, চাঁদাবাজ পরিবর্তন হলো, কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হলো না। সেই মানুষগুলো কিভাবে রাষ্ট্র সংস্কার করবে। এই জন্য আমরা বলছি একটা দ্বিতীয় প্রজন্মের রাজনীতি লাগবে বাংলাদেশে। আমাদের রাজনৈতিক সফটওয়্যার পরিবর্তন করতে হবে। একটা নিউ জেনারেশন পলিটিক্স দরকার। সেখানে বড় কথা হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। জনগণের ভোগান্তি কোনটা এবং কি করলে ভোগান্তিটা দূর হবে এটিই হচ্ছে পলিটিক্স।</p> <p>জেলা এবি পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।</p> <p>জেলা কমিটির সদস্য সচিব চৌধুরী মশিউল আলম সাকিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহবায়ক শাহাদাত উল্যা টুটুল, যুক্তরাজ্য এবি পার্টির যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক প্রমুখ।</p>