<p style="text-align:justify">গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তারা। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ছাড়েনি।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম মো. শফিকুল সিকদার (৩৮)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল শুক্রাবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735979396-c58325a5f9e1136931f24513a9641c09.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/04/1464786" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">২০২৩ সালের ৮ সেপ্টেম্বর করা মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শফিকুল সিকদারের নাম রয়েছে।</p> <p style="text-align:justify">গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৮ সালের আগে শফিকুল সিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। অন্য একটি দলের নেতারা তাকে (শফিকুল) দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735979172-bfb919e165516f9afd13ca9734885aaf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/04/1464785" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামায়াতের নেতা-কর্মীরা থানায় গিয়েছিলেন বলে জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="এই দেশে আর কোনো মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না: ডা. শফিকুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735978765-79e8f499eab6d2723a0b815ed961c06c.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">এই দেশে আর কোনো মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না: ডা. শফিকুর</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/04/1464782" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সেলিম বলেন, ‘শফিকুলের নামে নিয়মিত (রাজনৈতিক) মামলা আছে। তাকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতা-কর্মীরা চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। আজ শনিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।</p>