<p>গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন মারা গেছেন। রবিবার (৫ জানুয়ারি) রাজশাহী-জয়দেবপুর রেললাইনের মৌচাক ধোপাচালা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। তাদের পরিচয় পাওয়া যায়নি।</p> <p>নিহত বৃদ্ধের (৬০) পরনে নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে নীল রঙের চাদর ছিল। নিহত নারীর (৪৫) পরনে লাল খয়েরি রঙের ম্যাক্সি ও কালো পায়জামা ছিল।</p> <p>স্থানীয় সূত্র জানায়, ধোপাচালা এলাকায় রবিবার দুপুরে এক বৃদ্ধ রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে নছর মার্কেট এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।</p> <p>জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইচার্জ নাদিম উজ্জামান জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।</p>