<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৬ জানুয়ারি) পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, আজ সোমবার সকালে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736143311-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465572" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত মেলেনি। পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। </p>