<p>প্রসবের সময় মা-হারানো এক দিন বয়সী সেই হাতির শাবকটির স্থান হয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। </p> <p>টেকনাফ বন বিভাগ কর্তৃক উদ্ধারের পর হাতিশাবকটিকে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পার্কে হন্তান্তর করা হয়। এর পর পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডে রেখে শাবকটিকে তরল দুধ (ল্যাকটোজেন-১) দেওয়া হচ্ছে। </p> <p>পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কে প্রেরিত হাতিশাবকটি নিয়মিত দুধও খাচ্ছে। শারীরিকভাবে শাবকটি সুস্থও রয়েছে। </p> <p>পার্কের হাতি মাহুত সুশীল চাকমা নিয়মিত হাতিশাবকটির পরিচর্যায় নিয়োজিত রয়েছেন। শাবকটির সার্বিক অবস্থা দেখভাল করছেন পার্কের বন্য প্রাণী চিকিত্সক (ভেটেরিনারি সার্জন) হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।</p> <p>বন্য প্রাণী চিকিৎকক জানান, হাতিশাবকটি পুরুষ লিঙ্গের। নিয়ম করে শাবকটিকে দুধ দেওয়া হচ্ছে। </p> <p>বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “প্রসবের পরপরই মা-হারানো শাবকটিকে যত্ন-আত্তির মাধ্যমে বড় করে তোলা হবে। কয়েক বছর আগেও মা-হারা হাতিশাবককে সাফারি পার্কে প্রেরণ করা হলে প্রয়োজনীয় চিকিত্সাসহ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা হয়। নাম দেওয়া হয় ‘যমুনা’। সেই যমুনার মতো করেই এই হাতিশাবকটিকেও আপন করে নেওয়া হয়েছে এবং নিয়মিত পরিচর্যা করা হচ্ছে।”</p>