<p style="text-align:justify">রংপুরের বদরগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যা জমি দখল, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। সম্প্রতি অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্না ইসলামকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই শিক্ষার্থীকে জখমের প্রতিবাদ ও বদরগঞ্জ উপজেলা কিশোর গ্যাং মুক্ত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিশোর গ্যাং মুক্তকরণের দাবিতে থানা ঘেরা করে।</p> <p style="text-align:justify">মানববন্ধনে গোপাল ব্যানার্জী, মোনায়েম কবির, সুমন সর্দার ও ফিরোজ শাহ জানান, সম্প্রতি বদরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে কিশোর গ্যাংয়ের উপদ্রব দেখা দিয়েছে। এতে নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে গেছে।</p> <p style="text-align:justify">শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে। এসময় থানা পুলিশ অবিলম্বে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।</p> <p style="text-align:justify">জানা যায়, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ৪ জানুয়ারি কিশোর গ্যাংয়ের সদস্যরা বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুন্না ইসলামকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে।</p> <p style="text-align:justify">পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। </p> <p style="text-align:justify">আহত শিক্ষার্থীর বাবা আব্দুল মজিদ মিয়া বলেন, শহরের কিছু বখাটে ছেলে (কিশোর গ্যাং) আমার ছেলে মুন্না ইসলামকে জোর করে তাদের দলে নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমার ছেলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে সেদিন রাতে তারা আমার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেছে। বর্তমানে মুন্না ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। </p> <p style="text-align:justify">বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আমীন বলেন, ঘটনার পর ৯ জন বখাটে যুবককে আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে বদরগঞ্জকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।<br />  </p>