<p>শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র সবুজ হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। </p> <p>সোমবার রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>আশিক বারঘড়িয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং সাবেক হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিকের ভাতিজা। সবুজ হত্যা মামলায় আশিকুর রহমান আশিককে ১৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রশাসনের গাড়িচাপায় দুই ছাত্র নিহতের ঘটনায় পরিবারের করা মামলায় গাড়িচালক হারুন মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্র হত্যাসহ ৬টি মামলার চারটিতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।</p> <p>পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর শহরের খরমপুর এলাকায় গুলি ও প্রশাসনের গাড়িচাপায় সবুজসহ তিন ছাত্র নিহত হন। এ ছাড়া হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় আরো বেশ কয়েকটি মামলা করা হয়।</p>