<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন কাজ শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ. রউফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ।</p> <p>গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বড় থেকে পাতি নেতারাও মনে করে, আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736313894-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বড় থেকে পাতি নেতারাও মনে করে, আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466377" target="_blank"> </a></div> </div> <p>বিজিবি জানায়, গত রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চৌকা বিওপি’র আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৭/২ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ ঘটনায় চৌকা বিওপি’র টহলদল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষনিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজ অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317258-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466390" target="_blank"> </a></div> </div> <p>বিজিবি আরো জানায়, পরবর্তীতে বিকালে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ ও ৫৯’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষনিক বিএসএফ স্টাফ অফিসারের সঙ্গে বিজিবি কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে, বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।</p>