<p>কনকনে শীত ও ঘন কুয়াশার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীর জনজীবন। আজ বুধবার (৮ জানুয়ারি) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত ঢেকে রয়েছে ঘন কুয়াশা। সূর্যের মুখ দেখা যাচ্ছে না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহনকে সড়কপথে চলাচল করতে হচ্ছে। শীতের সঙ্গে কনকনে বাতাস যুক্ত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, দিনমজুর ও ক্ষেতমজুরসহ সর্বস্তরের সাধারণ মানুষ।</p> <p>বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক আব্দুস কুদ্দুস বলেন, ‘আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে দেখা গেছে ঘন-কুয়াশার কারণে সূর্যের তাপ ছড়াচ্ছে না। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সূর্য। এই অবস্থা আরো দু-একদিন থাকার সম্ভাবনা রয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317258-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466390" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিনে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন কুয়াশা এবং এর সঙ্গে হিমেল হাওয়া যুক্ত রয়েছে। কোথাও কোথাও ঘন-কুয়াশা দেখে মনে হচ্ছে আগুনে ধোঁয়া বের হচ্ছে। কনকনে ঠাণ্ডায় প্রত্যন্ত অঞ্চলের শ্রমজীবী মানুষ, দিনমজুর ও ক্ষেতমজুর, সাধারণ মানুষ ও নিম্নবিত্ত পরিবারগুলো পুরাতন গরম কাপড় কিনতে গিয়েও হিমশিম খাচ্ছেন। কোথাও খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামের নিম্নবিত্তরা। শীতের সাথে কনকনে বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।</p> <p>শীতের এ বৈরী আচরণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে থাকছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি অনেক কম। বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের রিকশাচালক আল আমিন বলেন, ‘ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও রিকশা নিয়ে রাস্তায় বের হতে হয়েছে, কারণ পরিবারের ছেলে-মেয়েদের জন্য খাবার সংগ্রহ করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310269-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466364" target="_blank"> </a></div> </div> <p>বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্যৈয়াদ আমারুল বলেন, ‘তীব্র শীতের কারণে নারী, শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, বুকের ঠাণ্ডাজনিত, নিউমোনিয়া এবং ফুসফুসের ঠাণ্ডা ও সর্দি-জ্বরের রোগীর সংখ্যা বেড়েছে।’</p>