<p style="text-align:justify">পূর্ব ঘোষিত তারিখে বকেয়া বেতন পরিশোধ না করায় ময়মনসিংহের ভালুকায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন রোর ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিকরা।</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঠাঁলী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করেন। পরে, স্থানীয় প্রশাসন, থানা, শিল্প ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।</p> <p style="text-align:justify">থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কাঠাঁলী এলাকায় অবস্থিত রোর ফ্যাশন নামের ওই পোষাক কারখানাটির অবস্থান। কারখানাটিতে প্রায় ১৫০০ শ্রমিক কর্মরত। তাদের গত তিন মাসের বেতন বকেয়া পড়েছে। ওই বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কাজ ফেলে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। </p> <p style="text-align:justify">জানা যায়, একই দাবিতে গত ১৯ ডিসেম্বর তারা মহাসড়ক অবরোধ করেছিলেন। ওই সময় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, শিল্প পুলিশ ও কারখানার মালিকপক্ষের সাথে আলোচনা করে বৃহস্পতিবার (৯জানুয়ারি) বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সেদিন মহাসড়ক ছেড়ে যান। </p> <p style="text-align:justify">কিন্তু বৃহস্পতিবার বেতন পরিশোধ না করায় শ্রমিকরা আবারও মহাসড়কে নেমে আসেন এবং সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত অবস্থান নেন। এতে, ওই মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজট লেগে যায়। এতে, দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। পরে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আগামী ১০ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।</p> <p style="text-align:justify">অবরোধকারী শ্রমিকরা জানান, তাদের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনা টাকা পরিশোধ করছে না। </p> <p style="text-align:justify">ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্যা আল মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আগামী ১০ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।</p>