<p>ভারতে পাচারকালে রাজধানীর ওয়ারী থেকে বিপন্ন চার জোড়া মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। পরে গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে পাঠিয়ে এসব হনুমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখন তা পার্কে আলাদা বেষ্টনীর ভেতর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। </p> <p>বুধবার (৮ জানুয়ারি) সকালে উদ্ধারের পর ওই েদিনই প্রাণীগুলো সাফারি পার্কে পাঠানো হয়।</p> <p>গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানিয়েছেন, প্রাণীগুলো দুর্বল ছিল। কোয়ারেন্টিনে এদের চিকিৎসা চলছে। চিকিৎসার পর আজ বৃহস্পতিবার বিকেল থেকে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্বে এরা বিপন্ন। </p> <p>বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, পার্বত্য চট্টগ্রামের জঙ্গল থেকে ধরে আনা চার জোড়া মুখপোড়া হনুমান সাতক্ষীরা নেওয়া হচ্ছিল। সেখান থেকে ভারতে পাচারের কথা ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে ঢাকা জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথ অভিযান চালায়।</p> <p>ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নূরুল হুদা আশরাফী জানান, প্লাস্টিকের ক্রেটে ভরে বস্তায় মুড়িয়ে অন্যান্য মালের সঙ্গে ট্রাকে হনুমানগুলো নেওয়া হচ্ছিল। ব্যক্তিগত চিড়িয়াখানায় রাখার জন্য এগুলো চড়াদামে বিক্রি হয়। সে জন্য এগুলো পাচার করা হচ্ছিল। </p> <p>এডিসি নূরুল হুদা আরো জানান, প্রাণীগুলো উদ্ধারের সময় ট্রাকচালক রফিকুল ইসলাম (৪৩) ও তার সহকারী রবিউল ইসলাম সোহাগকে (৩০) আটক করা হয়। পরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিকা সাহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।</p>