<p>ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন স্থানে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।</p> <p>শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার মহাসড়কের কানড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ধীতপুর পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দেয়।</p> <p>হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৪টার দিকে দাউদকান্দির কানড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। </p> <p>একই সময়ে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ধীতপুর নামক স্থানে ঢাকাগামী দুটি ট্রাকের সংঘর্ষে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ঢাকাগামী যানবাহনের চালকেরা উল্টো পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করলে মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের গিয়ার ফেঁসে বিকল হয়ে যায়। পরে ঢাকা ও চট্টগ্রামগামী লেনে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল শুরু করে।</p> <p>দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে পুনরায় যানবাহন চলাচল চালু হয়েছে।</p>