<p>নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। </p> <p>বিএসএফের ১২৩ ব্যাট্যালিয়নের শিবরামপুর কোম্পানির কমান্ডারের সঙ্গে বিজিবির বস্তাবর কোম্পানির কমান্ডারের সঙ্গে এ বৈঠক হয়। </p> <p>বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।</p> <p>তিনি আরো বলেন, বিএসএফ বলেছে, তারা সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো বেড়া বা স্থাপনা করবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে ১৫০ গজের মধ্যে বেড়া বা স্থাপনা করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবে।</p> <p>বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিলেন এবং এক্সকেভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা।</p>