<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p>রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুন অর মিয়াজির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি সেলিম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুলজার হোসেন, তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, আহ্বায়ক তারাব পৌর যুবদল আফজাল কবির, তারাব বড় বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক হাজি মফিজুর রহমান প্রমুখ।</p> <p>মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সমুচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না।’</p> <p>তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো নতুন করে বাস্তবায়নে যে ৩১ দফা দাবি জনগণের কাছে পেশ করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নে যে উদ্যোগ নিয়েছেন, যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে যে দিকনির্দেশনা দেবেন আমরা তা ঐক্যবদ্ধ হয়ে পালন করার চেষ্টা করব।’</p>