<p style="text-align:justify">বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্রসংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে।’</p> <p style="text-align:justify">গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও রহিমপুর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ভ্যাটের আওতায় আসছেন ছোট ব্যবসায়ীরাও" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736566917-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ভ্যাটের আওতায় আসছেন ছোট ব্যবসায়ীরাও</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/01/11/1467400" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">সাইদ সোহরাব তাঁর বক্তৃতায় ফ্যাসিস্ট হাসিনার পালানোর ঘটনা থেকে দেশের সব রাজনীতিবিদের শিক্ষা নিতে বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="কী আছে ওএমএসের নতুন নীতিমালায়? যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736566745-2606092f534b4546c9fee6718a6a8ada.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">কী আছে ওএমএসের নতুন নীতিমালায়? যা জানা গেল</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2025/01/11/1467399" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ সময় মির্জাপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ও দিপু হোসেন, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।</p>