<p style="text-align:justify">নড়াইল সদর উপজেলার তুলরামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় তামিম মোল্যা (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নিহত তামিম মোল্যা উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কম্পানিতে চাকরি করতেন।</p> <p style="text-align:justify">স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তামিম মোল্যা শুক্রবার রাতে ঢাকায় নিজ কর্মস্থল থেকে তার গ্রামের বাড়িতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।</p> <p style="text-align:justify">পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>