<p>বান্দরবানের লামায় দেশের পাঠকনন্দিত জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) লামা কুটুমবাড়ী রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়।</p> <p>প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আগে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ূয়া।</p> <p>এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবে সাবেক সভাপতি রুহুল আমিন, জি টিভির বিশেষ প্রতিনিধি মোৱ. ফরিদ উদ্দিন, লামা পূর্বকোণের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, আলীকদম যুগান্তর প্রতিনিধি জয়দেব। এ ছাড়া লামায় কর্মরত সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথি প্রিয়দর্শী বড়ূয়া বলেন, সত্য সংবাদ পরিবেশনায় নানা বৈষম্য-অসংগতি তুলে ধরার ক্ষেত্রে কালের কণ্ঠের ভূমিকা প্রশংসনীয়।</p> <p>তিনি আরো বলেন, কালের কণ্ঠ বেনজীরদের অনিয়ম-দুর্নীতির তথ্য প্রকাশ করেছে। এভাবে বিগত ১৫ বছরে পুলিশ প্রধানের অনিয়মের চিত্র কালের কণ্ঠর মতো করে আর কোনো সংবাদমাধ্যমকে প্রচার করতে দেখিনি। সেই সময়ে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে কালের কণ্ঠের এমন সংবাদ দুঃসাহসিক কাজ।</p>