<p>অজপাড়ারাগায়ে তৈরি হচ্ছে মিষ্টি (বালিশ মিষ্টি)! সেই মিষ্টির সুখ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়েছে, যাচ্ছে বিদেশেও। ‘বালিশ’ নামটা সবার কাছেই পরিচিত। মানুষ দিনের ক্লান্তি শেষে বালিশ মাথায় দিয়ে আরামে বিছানায় ঘুমায়। ঝিনাইদহসহ সারা দেশের মানুষ বালিশ মাথায় দিয়ে ঘুমায় বটে। তবে আরেক লোভনীয় সুস্বাদু বালিশ খায়ও! শুনে অনেকে অবাক হতে পারেন। কিন্তু আসলেই তাই। তুলা দিয়ে তৈরি কাপড়ে মোড়ানো তুলতুলে বালিশ খাওয়ার কথা শুনলে যেকোনো মানুষেরই অবাক হওয়ার তো কথাই। কিন্তু সত্যিই বালিশ খাওয়া যায়! আর যদি সেটা হয় ঝিনাইদহের দেশবিখ্যাত সুস্বাদু ‘বালিশ’ মিষ্টি। তাহলে তো কথাই নেই। অজপাড়া গাঁয়ের এ মিষ্টির খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে এবার যাচ্ছে বিদেশে।</p> <figure class="image" style="float:left"><img alt="মিষ্টি" height="267" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/Untitled-5a.jpg" width="445" /> <figcaption>গত ৩৫ বছর মিষ্টি বিক্রি করেন হযরত আলী। ছবি : কালের কণ্ঠ</figcaption> </figure> <p>বিস্ময়করভাবে একেকটি মিষ্টির ওজন দুই কেজি। বালিশের মতো দেখতে তাই ক্রেতারাই এ মিষ্টির নামকরণ করেছেন বালিশ মিষ্টি। জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার। এ বাজারে সপ্তাহে দুদিন, শনি ও মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বিকিকিনি চলে গভীর রাত পর্যন্ত। এ বাজারেই গত ৩৫ বছর মিষ্টি বিক্রি করেন হযরত আলী। তার নিজের হাতে তৈরি বালিশ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বিশাল-বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টি বিক্রি করেন তিনি। তবে একটিতে থাকে ৩ কেজি ওজনের ভিন্নধর্মী বালিশ মিষ্টি। আর অন্যগুলোয় চলে রসগোল্লা, চমচমসহ আরো হরেক রকমের মিষ্টি। বাজারে মিষ্টির দোকান বেশ কয়েকটি থাকলেও তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে কারণে বিআরটিএ বন্ধের চিন্তা করতে পারে সরকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736662024-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে কারণে বিআরটিএ বন্ধের চিন্তা করতে পারে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/12/1467754" target="_blank"> </a></div> </div> <p>‘বালিশ মিষ্টির’ মূল কারিগর হযরত আলী বলেন, ‘এ মিষ্টি তৈরি করতে প্রয়োজন মূল তিনটি উপাদান- দুধ, চিনি ও ময়দা। প্রথমে দুধ থেকে তৈরি করা হয় ছানা। ছানা ও ময়দা দিয়ে তৈরি হয় মণ্ড,আর মণ্ড দিয়ে বানানো হয় মূল বালিশ মিষ্টি। সবশেষে চিনির সিরায় ভাজা হয় এ মিষ্টি। তৈরির সময় মিষ্টিকে মুখরোচক করতে প্রয়োগ করা হয় বিশেষ কলাকৌশল। পরিবেশনের আগে বালিশের ওপরে এক ধরনের সুস্বাদু ঘন ক্ষীরের দুধ-মালাইয়ের প্রলেপ দেওয়া হয়। দুই কেজি ওজনের একটি বালিশ মিষ্টি ৬০০ টাকায় বিক্রি হয়। স্বাভাবিক তাপমাত্রায় গরমের দিন এ মিষ্টি তিন দিন এবং শীতের দিন সাত দিন পর্যন্ত ভালো থাকে।’</p> <p>তিনি আরো বলেন, ‘দেশি গাভীর খাঁটি দুধ ছাড়া বালিশ মিষ্টি বানানো হলে প্রকৃত স্বাদ পাওয়া যায় না। স্থানীয় বেপারীদের কাছ থেকে দেশি গাভীর দুধ কিনে বানানো হয় এই মিষ্টি। মিষ্টিতে কোনো কেমিক্যাল ব্যবহার না হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। ক্রেতারা মালয়েশিয়া, ওমান, জর্ডান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে নিয়ে যান এই মিষ্টি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মধ্যরাতে আগুন, ঘর থেকে বের হতে না পেরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736659897-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মধ্যরাতে আগুন, ঘর থেকে বের হতে না পেরে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467749" target="_blank"> </a></div> </div> <p>যশোর সদর উপজেলার বাসিন্দা শিমুল হোসেন বলেন, ‘এখানে একটি কাজে এসেছিলাম। কাজ শেষ করে বাজারে এসে ব্যতিক্রমী এ মিষ্টি পেয়ে গেলাম। ২ কেজি ওজনের বালিশ মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি।’</p> <p>চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে আসা নাসিম বলেন, ‘ইউটিউবে দেখে এই মিষ্টি খেতে এসেছি। অন্যান্য মিষ্টির থেকে অনেক ভালো স্বাদ। পরিবারের জন্য কিনে নিয়ে যাব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাহসানের দ্বিতীয় বিয়ের পর লাইভে মিথিলার কান্না, যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736658338-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাহসানের দ্বিতীয় বিয়ের পর লাইভে মিথিলার কান্না, যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/12/1467745" target="_blank"> </a></div> </div>