<p>মেয়ের সঙ্গে ছেলে ও ছেলের বউয়ের ঝগড়া নিবারণ করতে গিয়ে মারধরে শিকার হয়ে মারা গিয়েছেন বাবা আলী আকবর (৬৫)। এবার ছেলে ছেলে ইউসুফ আলী (৩৬) ও পুত্রবধূ মরিয়ম বেগম শিউলীর (২৮) বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ তুলে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্ত্রী রোকেয়া বেগম। </p> <p>সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাঈল বেপারীবাড়িতে এ ঘটনা ঘটে। </p> <p>জানা গেছে, আলী আকবরের দুই ছেলে ও চার মেয়ে। এর মধ্যে দুই মেয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। ওই দিন বিকেলে শিমগাছ লাগানো নিয়ে বোন তাছলিমা ও আকলিমার সঙ্গে ভাই ইউসুফ ও ভাবি শিউলীর ঝগড়া হয়। এক পর্যায়ের তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাদের বাবা আলী আকবর ও মা রোকেয়া বেগম ঘর থেকে বের হয়ে ঝগড়া নিবারণের চেষ্টা করেন। ঝগড়ার এক পর্যায়ে ছেলে ইউসুফ ও ছেলের স্ত্রী শিউলীর মারধরের শিকার হন বাবা আলী আকবর। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। এর পরই হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ পুলিশি হেফাজতে নেয়। </p> <p>এ বিষয়ে ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাবা অসুস্থ। তিনি স্টোক করে মারা গেছেন। আমার সঙ্গে বোনের ঝগড়া-বিবাদ ও হাতাহাতি হয়েছে। বাবার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।’</p> <p>হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দেওয়া হবে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>