<p style="text-align:justify">নওগাঁর পোরশায় মাইদুর রহমান নামের এক বিএনপি নেতার বুকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতপুর গানইর এলাকার একটি বিবাদমান আবাদি জমিতে দুর্বৃত্তরা বুকে ছুরি মেরে তাকে হত্যা করে। </p> <p style="text-align:justify">নিহত বিএনপি নেতা মাইদুর রহমান পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ছিলেন।</p> <p style="text-align:justify">জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার নিতপুর ইউপির গানইর এলাকায় জমা-জমি নিয়ে কিছু ব্যক্তিদের সঙ্গে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান বিবদমান ওই জমিতে গেলে তার বিপক্ষের লোকজন একা পেয়ে তাকে মারপিট করার এক পর্যায়ে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা জানান, খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।</p> <p style="text-align:justify">তবে ঘটনার সঙ্গে সঙ্গে দুষ্কৃতকারীরা পলাতক থাকায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি।</p>