<p>চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিরাম ও নানুপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামরীতলা মোল্লার মসজিদ নামক এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।</p> <p>আটককৃতরা হলো- মোহাম্মদ তারেক (৩৫) ও নাছির উদ্দিন (৩৬) তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।</p> <p>ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় জনতা অস্ত্রসহ দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। </p>