<p>গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে পোশাক কারখানার এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত শ্রমিকের নাম সৈকত হোসেন (১৯)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালী গ্রামের চাঁন মিয়ার ছেলে। সৈকত হোসেন শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি এলাকায় মো. ইব্রাহীমের বাসায় ভাড়া থেকে পাশে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করতেন।</p> <p>নিহত সৈকত হোসেনের চাচা শাহাদাৎ হোসেন জানান, সৈকত তার সঙ্গে একই বাসায় থেকে ওই কারখানায় চাকরি করতেন। গতকাল তার ভাতিজা রাতের খাবার খেয়ে ওই কারখানার সামনে চা খেতে যান। রাত পৌনে ৯টার দিকে বাসায় ফেরার পথে কে বা কারা তাকে (সৈকত) উপর্যুপরি ছুরিকাঘাত করে। চিৎকার টের পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সৈকত মারা যান।</p> <p>উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈদা ইমরোজ ইমা কালের কণ্ঠকে বলেন, ‘রাত ১০টায় মৃত অবস্থায় সৈকত হোসেনকে হাসপাতালে আনা হয়। তার গলা, ঘাড়সহ শরীরে ধারাল অস্ত্রের চারটি জখম রয়েছে।’</p> <p>নিহতের চাচা শাহাদাৎ হোসেন জানান, মাত্র ১৭ দিন আগে গ্রামের বাড়ি থেকে সৈকত তার কাছে এসেছিলেন। এরপর জানুয়ারি মাসের এক তারিখে চাকরি নেন সৈকত। এখানে তার কোনো শত্রু ছিল না।</p> <p>শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সূরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলছে। জড়িতদের শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।’</p>