<p style="text-align:justify">সম্প্রতি চীনে হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ নির্দেশনা মানতে বলা হয়েছে। এতে মাস্ক পরিধানসহ স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে তিন ফুট দূরত্ব মানার অনুরোধ করা হয়েছে।</p> <p style="text-align:justify">বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিল কমিশন, জানা গেল সদস্য সংখ্যা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736943990-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিল কমিশন, জানা গেল সদস্য সংখ্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1468991" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এতে বলা হয়, চীনসহ উপমহাদেশে বিভিন্ন দেশে এইচএমপি ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। </p> <p style="text-align:justify">এদিকে ওই সংক্রমণ প্রতিরোধে ৭টি নির্দেশনার কথা উল্লেখ করা হয় ওই চিঠিতে। এসব নির্দেশনা হলো :<br /> ১. শীতকালীন শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।<br /> ২. হাঁচি/কাশি সময়/বাহু/টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।<br /> ৩. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।<br /> ৪. আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।<br /> ৫. ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।<br /> ৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।<br /> ৭. জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।</p>