<p style="text-align:justify">বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দায়ের করা ৫ মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।</p> <p style="text-align:justify">বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা পৃথক মামলায় জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।</p> <p style="text-align:justify">মামলাগুলোর মধ্যে ৪ আগস্ট বগুড়ায় পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরনসহ সেলিম হোসেন এবং রিপন ফকিরকে হত্যা ও বিস্ফেরক দ্রব্যাদি আইনের পৃথক ৫টি মামলা রয়েছে। এই ৫ মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরো ৮টি মামলা রয়েছে।</p> <p style="text-align:justify">রাগেবুল আহসান রিপুর আইনজীবী আব্দুল লতিফ পশারি ববি জানান, এই ৫ মামলায় রাগেবুল আহসান রিপু ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল, সাবক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ এজাহারে ৫৬৭ জন এবং অজ্ঞাত নামা আরো ১৬৫০ জন আসামি রয়েছে।<br />  </p>