<p style="text-align:justify">মানিকগঞ্জের সিংগাইরের বায়রা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আগামীকাল শুক্রবার বিনা মূল্যে আই ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের উদ্যোগে এবং বসুন্ধরা আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।</p> <p style="text-align:justify">আই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে চোখের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ প্রদান করবেন। পাশাপাশি যাদের প্রয়োজন তাদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা বিতরণের ব্যবস্থা থাকবে।</p> <p style="text-align:justify">আয়োজক সূত্রে জানা গেছে, এই ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">বসুন্ধরা আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিনিধি জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, ক্যাম্পে অংশ নিতে আগ্রহীদের সকাল থেকে বায়রা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হওয়ার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছেন।</p>