<p style="text-align:justify">খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে এক দিনের রিমান্ডে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। </p> <p style="text-align:justify">এর আগে নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় এটি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">পুলিশ জানায়, ২৯ ডিসেম্বর রাতে মাহাবুব আলম সোহাগকে নগরীর শান্তিধাম মোড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশ।</p> <p style="text-align:justify">আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে কমার্স কলেজ শাখার সমন্বয়ক রাফজান জানীসহ ছাত্রদের একটি মিছিল রূপসা ঘাট থেকে নতুন বাজার হয়ে শিববাড়ী মোড়ে যাওয়ার পথে ফাতেমা স্কুলের সামনে পৌঁছালে অস্ত্রধারী মো. রফিক ওরফে কসাই রফিক ও সুমন ওরফে ভিপি সুমনসহ অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০ জন শর্টগান, বন্দুক, রামদা, হকিস্টিক, রড ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। </p> <p style="text-align:justify">অস্ত্রধারীরা পরপর দুটি গুলি করলে জানীর বুকের ডান পাশে ও ডান হাতে বিদ্ধ হয়। উদ্ধার করে চিকিৎসার জন্য সহকর্মীরা জানিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের ভয়ে পরিবারের সদস্যরা গোপন স্থানে নিয়ে চিকিৎসা করান। পরবর্তীতে সরকারের পতন হলে রাফজান জানির পিতা রফিকুজ্জামান মামলাটি করেন। ওই মামলায় সোহাগকে প্রথমে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলেও পরে মামলাটিতে সংযুক্ত করা হয়।</p>