লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব মানবিক সহায়তা দেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা। 

মানবিক সহায়তার মধ্যে রয়েছে টিন, কৃষিপণ্য, শীতবস্ত্র কম্বল, সোলার সিস্টেম ও সেলাই মেশিন। এ ছাড়া ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী, বই দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বল জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

নাগেশ্বরীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
নাগেশ্বরীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকচাপায় জাহানারা বেওয়া (৭১) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার রায়গঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকালে জাহানারা বেওয়া হেঁটে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় ভুরুঙ্গামারী সোনাহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে রায়গঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে সজোড়ে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র

‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র

 

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিষয়টি জানতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য

রাণীনগরে ইউনিয়ন আ. লীগের সম্পাদক কারাগারে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
রাণীনগরে ইউনিয়ন আ. লীগের সম্পাদক কারাগারে
সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫)-কে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। তিনি উপজেলার গোনা গ্রামের রইচ উদ্দিন সরদারের ছেলে।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় সোমবার (৩ মার্চ) রাতে তার নিজগ্রাম গোনা থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

 

রাণীনগর থানার এসআই (তদন্ত) তাহের উদ্দিন জানান, গত ২৪ আগস্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালীন সময়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারফ হোসেন বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

    নিহতরা চাঁদপুরের পুরানবাজার এলাকার বাসিন্দা
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
প্রতীকী ছবি

চাঁদপুরের পুরানবাজারে কাভার্ডভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. অভি (১৭) এবং মো. নিলয় (২০)। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরানবাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছলে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অভির মৃত্যু হয়। নিলয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানোর পথে ওয়্যারলেস বাজারে তার মৃত্যু হয়।

নিহতরা চাঁদপুরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তারা কয়েক বছর আগে ইতালি চলে গিয়েছিলেন, তবে সম্প্রতি তাদের চাচাতো বোনের বিয়েতে অংশগ্রহণ করতে দেশে এসেছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে।

তবে তার সহকারী ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

টঙ্গীতে বিশেষ অভিযানে আটক ৭

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে বিশেষ অভিযানে আটক ৭
সংগৃহীত ছবি

গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট ২৪ দিন পর গতকাল সোমবার (৩ মার্চ) বন্ধ হয়েছে। বর্তমানে চলছে বিশেষ অভিযান। গত ২৪ ঘণ্টায় এ অভিযানে টঙ্গীতে ৭ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ মার্চ) টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চলমান ডেভিল হান্ট অভিযান গতকাল সোমবার বন্ধ হয়েছে।

এখন চলছে বিশেষ অভিযান। গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানায় ৫ জন আটক হয়েছেন।’

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২ জন আটক হয়েছেন।’

আরো পড়ুন
সাতছড়ি জাতীয় উদ্যানে পানি ও খাদ্যসংকট, লোকালয়ে বানর

সাতছড়ি জাতীয় উদ্যানে পানি ও খাদ্যসংকট, লোকালয়ে বানর

 

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের দাক্ষিণখান গ্রামে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ১৫/২০ জন বৈষম্যবিরোধী ছাত্র আহত হন।

পরবর্তী সময় আহত একজন হাসপাতালে মারা যান। পরের দিন ৮ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি চলাকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ছাত্র আহত হন। এসব ঘটনার প্রতিবাদে রাজপথ উত্তপ্ত হলে সরকার গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে। গতকাল ৩ মার্চ এই অভিযান সমাপ্ত হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ