ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র-শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র-শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি
তাবলিগ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র-শিক্ষদের পাল্টাপাল্টি কর্মসূচি

তাবলিগের বিবদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের সংঘর্ষের জেরে উত্তাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পালিত হচ্ছে পাল্টাপাল্টি কর্মসূচি। শিক্ষার্থীদের দাবি কলেজ প্রশাসনের মিথ্যাচার ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞাকে লাঞ্ছিত করার অভিযোগ সত্য নয়।

বৃহস্পতিবার (২৩  জানুয়ারি) দুপুর আড়াইটায় কলেজের ডিগ্রি ক্যাম্পাসে এক সংবাদ সম্মলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম এ বক্তব্য তুলে ধরেন।

আরো পড়ুন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৭ বছর ধরে কলেজ ক্যাম্পাস মসজিদে সাপ্তাহিক হাদিসের তালিম চলে আসছে। হঠাৎ করে গত ২০ জানুয়ারি তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিমটি বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। পরদিন সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে যান।

পরে এ বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় অধ্যক্ষকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা, যা মোটেও সত্য নয়।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ শিরোনামে যে সংবাদ প্রচার করা হয় তা সম্পূর্ণ মিথ্যাচার। বুধবার কলেজ ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে কলেজের সাধারণ ছাত্রদেরকে দুষ্কৃতিকারী বলা হয় এবং আমাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

আরো পড়ুন
ফেসবুকে ‘আজেবাজে মন্তব্য’, মামলা করলেন সারজিস

ফেসবুকে ‘আজেবাজে মন্তব্য’, মামলা করলেন সারজিস

 

এ সময় গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র তারেক হোসেন, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোলাইমান, ইসলামের ইতিহাসের ছাত্র আশিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের তৌহিদ বিন সাদিক, পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র মো. নাঈম খান, মো. উজ্জ্বল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা কালের কন্ঠকে বলেন, মসজিদে তালিম নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর অপ্রতিকর ঘটনা এড়াতে দুই পক্ষের তালিম বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি জানার পর একটি পক্ষ এবং বহিরাগত কিছু লোক আমার কক্ষে ঢুকে অবরুদ্ধ করে পেলে। যা দুঃজনক।

আরো পড়ুন
মেহেরপুর বিএনপির আহ্বায়ক কমিটিকে ‘৩ টাকার কমিটি’ বললেন মাসুদ অরুন

মেহেরপুর বিএনপির আহ্বায়ক কমিটিকে ‘৩ টাকার কমিটি’ বললেন মাসুদ অরুন

 

গত ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগের বিবদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গত সোমবার (২০ জানুয়ারি) তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষের সঙ্গে তুমুল তর্ক-বিতর্কে জড়িয়েছেন মসজিদের মুসল্লি ও ছাত্ররা।

মন্তব্য

সম্পর্কিত খবর

যুবলীগ নেতা গোলাম রুবায়েত গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
শেয়ার
যুবলীগ নেতা গোলাম রুবায়েত গ্রেপ্তার
সংগৃহীত ছবি

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগ নেতা মো. গোলাম রুবায়েত মিন্টুকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের আতিয়ার কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। সে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকার মৃত.  মোখলেছুর রহমানের ছেলে। 

সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট সৈয়দপুরে ছাত্র জনতার গণআন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।

ওই হামলার ঘটনায় মারাত্মক আহত হন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিয়ত পাড়ার নুর ইসলাম। পরে ওই বছরের ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করে সৈয়দপুর সন্ত্রাস ও নাশকতার মামলা করেন তিনি। এ মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোলাম রুবায়েত মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন আসামি মিন্টুকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৬

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৬
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশে এসআই ওয়াহিদুল হাসান। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকার ৯টি ডাকাতি ও মাদক মামলার আসামি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। 

এরপর ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।

তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে। 

পরে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের ওপর আক্রমণ করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. শেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮) , মোসা. শিমু বেগম (২০) ও সোহাগী বেগম (২৫)।

তাদের সবার বাড়ি কাজী বাধা গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফরিদ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

মন্তব্য

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

 

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান।

মৃত রাকিবুল ইসলাম (৩২) ওই গ্রামের সামু আলীর ছেলে। তিনি পুলিশের কনস্টটেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

আরো পড়ুন
সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

 

স্থানীয়রা জানায়, রাকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তাকে ডেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি  আত্মহত্যা করেছেন।
 
ওসি মমিনুল ইসলাম বলেন, ‘রাকিবুল ইসলামের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না।

তার বাবা একটা  ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পায়। এ কারণে চাপ দেন তারা। মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ 

প্রাসঙ্গিক
মন্তব্য

জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে আ. লীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে আ. লীগ নেতা
সংগৃহীত ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগের এক নেতাকে জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ইন্দুরকানী উপজেলার জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে সদস্য পদে স্থান পাওয়া ওই আওয়ামী লীগ নেতা উত্তম কুমার সাহা। তিনি উপজেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক।

জানা গেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সাত সদস্যবিশিষ্ট ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক এবং সদস্যসচিবের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর। গত বছরের ২৯ অক্টোবরে উত্তমের নাম রেখে কমিটিতে স্বাক্ষর করেন তারা।

উত্তম কালের কণ্ঠকে বলেন, ‘কমিটিতে রেফারি হিসেবে সদস্য রাখা হয়েছে শুনেছি। উপজেলা প্রশাসন আমাকে না জানিয়ে কমিটি গঠন করেছে।

আমি কখনো আওয়ামী লীগের প্রগ্রাম করিনি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ বলেন, ইউএনও কারো সঙ্গে আলোচনা না করে জাতীয় ক্রীড়া সংস্থার কমিটিতে আওয়ামী লীগ নেতাকে সদস্য করে কমিটি অনুমোদন দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমার যোগদানের শুরুতে জাতীয় ক্রীড়া সংস্থার কমিটির অনুমোদন দেওয়া হয়। উত্তম আওয়ামী লীগের নেতা, আমার জানা ছিল না।

এ বিষয় খতিয়ে দেখব।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ