চলন্ত ট্রেনে ঝাঁপ, চিরকুটে লেখা ‘জন্মের সব উদ্দেশ্য পূর্ণ হয়েছে’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
চলন্ত ট্রেনে ঝাঁপ, চিরকুটে লেখা ‘জন্মের সব উদ্দেশ্য পূর্ণ হয়েছে’
রাজন দত্ত। (ফাইল ছবি)

চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার রেল লাইনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রাজন দত্ত (৩৭) নামে এক যুবক। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দত্ত পাড়া এলাকার মৃত মিলন দত্তের ছেলে। তিন ভাইয়ের মধ্যে রাজন তিনি ছিলেন দ্বিতীয়।

নোটরাজন দত্তের মৃত্যুর পর তার ডায়েরিতে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্নহত্যার আগে ডায়েরিতে চিরকুটটি লেখেন। চিরকুটে লেখা- ‘আমি (রাজন দত্ত) মনে করি, আমার এই জন্মের সব উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে।’

 

আরো পড়ুন
কাল থেকে ঢাকার বিভিন্ন সড়কে চলাচলে যা মানতে হবে

কাল থেকে ঢাকার বিভিন্ন সড়কে চলাচলে যা মানতে হবে

 

এতে আরো লেখা, ‘আমার এই চলে যাওয়াতে কারো কোনো হাত নেয়।

তাই সবার প্রতি আমার অনুরোধ, অকারণে কাউকে কোনো দোষ দেবেন না কিংবা কাউকে হয়রানি করবেন না। আমার থেকে কেউ কোনো টাকা-পয়সা পাবে না। সবার মঙ্গল হোক, বিদায়!’ 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি পটিয়া ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রাজন দত্ত। মুহূর্তের মধ্যে রাজনের দেহ থেকে পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। 

আরো পড়ুন
শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুর

শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুর

 

রাজনের প্রতিবেশী তন্ময় দে বলেন, ‘রাজন দত্ত খুব মেধাবী ছাত্র ছিলেন। ধলঘাট এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। দীর্ঘদিন ধরে তিনি চাকরি না পেয়ে মানসিকভাবে বেশ চাপে ছিলেন।

সে কারণে হয়ত তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।’

নিহত রাজনের এক সহপাঠী নাম প্রকাশ করার না শর্তে জানান, কিছুদিন আগে রাজনের বিয়ের জন্য মেয়ে দেখছিলেন তার পরিবার। কিন্তু তিনি কোনোভাবেই রাজি ছিলেন না। তিনি অত্যন্ত মেধাবী ছেলে। ইতিমধ্যে তিনি কয়েকটি চাকরির জন্য আবেদনও করেছেন, কিন্তু কোনো চাকরি হয়নি। তিনি এভাবে তার জীবনটা শেষ করে দিবে বন্ধু হিসেবে কোনোদিন কল্পনাও করিনি। আমরা একজন ভালো বন্ধুকে হারালাম।

আরো পড়ুন
‘আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়’

‘আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়’

 

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের ইনচার্জ আবুল কাশেম বলেন, ‘পটিয়া ধলঘাট এলাকার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করি। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার
মো. গিয়াস উদ্দিন মাতুব্বর

ফরিদপুরের সালথায় মো. গিয়াস উদ্দিন মাতুব্বর (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দীন মাতুব্বর সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহযোগী ছিলেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন,  দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গিয়াস। সোমবার সকালে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

ওই জনসভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় ৬০ নম্বর আসামি করা হয় গিয়াসকে।

মন্তব্য

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, গৃহবধূ নিহত

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)
প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)
শেয়ার
খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, গৃহবধূ নিহত
ছবি: কালের কণ্ঠ

খাগড়াছড়ি পানছড়ির দুর্গম দুদুকছড়া হাতিমারা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে জানা যায়, এলাকায় আঞ্চলিক দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন প্রসিতপন্থী ইউপিডিএফ ও সন্তু লারমাপন্থী জেএসএস-এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।

সূত্রটি জানিয়েছে, গোলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসি চাকমা নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন।

ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ‘ইউপিডিএফ কর্মীদের লক্ষ্য করে জেএসএস-এর সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। এতে একজন সাধারণ গৃহবধূ মারা গেছে বলে শুনেছি।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, পানছড়ির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। নেটওয়ার্ক সংযোগ অত্যন্ত দুর্বল তাছাড়া এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

তবে পরিবারটির সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য

তিন বাংলাদেশিকে দেশে ফেরালেন বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
তিন বাংলাদেশিকে দেশে ফেরালেন বিজিবি
উদ্ধারকৃতরা

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।  

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এ তিনজনকে আটক করে বিএসএফ। তারা সীমান্ত পিলার নম্বর ৩৬৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের ওয়ালীগড় এলাকায় অবস্থান করছিল।

 

আরো পড়ুন
বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

 

আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিক হলেন— স্বাধীন পালের ছেলে তুলান পাল, দুখু সিংহের ছেলে মিঠুন সিংহ, মেঘলাল চন্দ্র সিংহের ছেলে মনো হরি চন্দ্র সিংহ। তুলান পাল ও মিঠুন সিংহ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী বাজার এলাকার বাসিন্দা। অন্যদিকে, মনোহরি চন্দ্র সিংহ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া গ্রামের বাসিন্দা।  

বিজিবির পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।  

আরো পড়ুন
শর্ত দিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগ

শর্ত দিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগ

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবির এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তা ও দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


 

মন্তব্য

গরুর মাংস ওজনে কম দেওয়ায় প্রতিবাদ, ক্রেতাকে মারধর

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
গরুর মাংস ওজনে কম দেওয়ায় প্রতিবাদ, ক্রেতাকে মারধর
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংসে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই কসাইকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—মাংস বিক্রেতা বাহার ও হারুন। তারা দুইজনই উপজেলার তোরাবগন্জ এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে  তোরাবগঞ্জ বাজারে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার (১ মার্চ) তোরাবগঞ্জ বাজারে বাহার কসাইয়ের মাংসের দোকান থেকে মন্তাজুর রহমান নামের এক ক্রেতা ১৮ কেজি মাংস ক্রয় করেন। এতে ৩ কেজি মাংস ওজনে কম দেওয়ার অভিযোগ করে মন্তাজুর রহমান প্রতিবাদ করলে কসাই বাহার ও তার কর্মচারীরা তাকে হেনস্থা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে মন্তাজুর রহমানের লোকজন মাংসের দোকানে গিয়ে প্রতিবাদ করলে তৎক্ষণিক পুলিশ এসে দুই কসাইকে আটক করে থানায় নিয়ে যায়।

মন্তাজুর রহমান একই উপজেলার চরমার্টিন এলাকার বাসিন্দা।

আরো পড়ুন
বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

 

ভুক্তভোগী মন্তাজুর রহমান জানায়, পারিবারিক অনুষ্ঠানের জন্য গত শনিবার স্থানীয় তোরাবগঞ্জ বাজারের মাংস কেনার জন্য আসি। এ সময় গোস্ত বিক্রেতা বাহারের সাথে হাড় ছাড়া ৭৮০ টাকা হারে ১৮ কেজি মাংস কেনার জন্য দরদাম চূড়ান্ত করি। এক পর্যায়ে বাহারের মাংসের দোকানের লোকজন তাকে ১৮ কেজি মাংস বুঝিয়ে দেন।

মাংস মাপার পাল্লায় ২ কেজি ও ১ কেজি ওজনের দুটি বাটখারাসহ মোট ১৮ কেজি মেপে দেওয়া হয়েছিল। সেখানে ১৮ কেজি মাংসের বদলে ১৫ কেজি ছিল। ৩ কেজিই কম দিয়েছে তারা। এটা দেখে মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে বাহারের লোকজন মারধর করে ফেলে দেয়।

আরো পড়ুন
ছাত্রদলের ১১ সদস্যের কমিটি গঠন, পরদিন ৫ নেতার পদত্যাগ

ছাত্রদলের ১১ সদস্যের কমিটি গঠন, পরদিন ৫ নেতার পদত্যাগ

 

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিক্তিতে তোরাবগঞ্জ বাজার থেকে দুই কসাইকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ