ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, এবার চোরের দল বিদ্যালয় থেকে তিনটি সিলিং ফ্যান নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম ও এসআই রামকানাই সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে এসে দ্বিতীয় তলার ছাদে নতুন লাগানো তালা ভাঙা দেখতে পান। পরে প্রাক প্রাথমিকের শ্রেণি কক্ষে গিয়ে দেখেন, ওই কক্ষের তিনটি সিলিং ফ্যান চোরের দল খুলে নিয়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি পুরো ঘটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নবীনগর থানার সেকেন্ড অফিসারকে অবগত করেন।
নবীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আবদুল মুনাফ বলেন, ‘ঘটনা শোনার পরপরই রাম কানাই সরকার নামের একজন এসআইকে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়ে সেখানে পাঠিয়েছিলাম।
’
নবীনগরের উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর আহমেদ ঘটনাস্থল থেকে ঘুরে এসে বলেন, ‘আমি আগের চুরির ঘটনায় ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু মাত্র তিন দিনের মধ্যে এমন অপ্রত্যাশিত চুরির ঘটনা আবারও ঘটবে, সেটি বিশ্বাসই করতে পারছি না। আজ ইউএনও স্যারও ঘটনাস্থলে গিয়েছিলেন।’
এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে।
আমি নিজে বিকেলে ওই বিদ্যাপীঠ পরিদর্শন করে খোঁজখবর নিয়েছি।’
প্রসঙ্গত, গত রবিবার এই বিদ্যালয়ের তালা ভেঙে ৭টি সিলিং ফ্যান, ২৫ জোড়া বেঞ্চ (লোহার) ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।