নিখোঁজের ৬ দিন পর কমলগঞ্জে নদীতে মিলল লাশ

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নিখোঁজের ৬ দিন পর কমলগঞ্জে নদীতে মিলল লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারে নিখোঁজের ৬ দিন পর বাড়ির পাশের নদী থেকে সাহেদ আহমদ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পতনউষার ইউনিয়নের গোপিনগর গ্রামের আব্দুল খালিক মাষ্টারের তৃতীয় ছেলে। পরিবারের দাবি শাহেদ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিল। তার ২টি কন্যা সন্তান রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় লাঘাটা নদীতে লাশ ভাসমান পাওয়া যায়।

মৃত সাহেদের চাচা প্রভাষক আব্দুল আহাদ জানান, গত দুই মাস ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে ২০ তারিখ বাড়িতে নিয়ে আসেন সাহেদকে পরে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ জানান, ২৩ তারিখ নিখোঁজের একটি জিডি করা হয়। বুধবার বিকালে নদীতে লাশ পাওয়া যায়।

তবে নিহত ব্যক্তি মানসিক রোগী হওয়ায় স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত করা হয়নি। 

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজশাহীতে অবরুদ্ধ ৪ সমন্বয়ককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
রাজশাহীতে অবরুদ্ধ ৪ সমন্বয়ককে উদ্ধার
সংগৃহীত ছবি

রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজে অবরুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়কসহ চারজনকে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাদেরকে উদ্ধার করা হয়। 

উদ্ধাররা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু, সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী ও ছাত্রনেতা আল-সাকিব। মিশু ও সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আব্দুল বারী ও সোহাগ পড়াশোনা করেন রাজশাহী কলেজে।

বারিন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিক আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আত্মগোপনের আগে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। তার বাবা মো. শামসুদ্দিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

বর্তমানে তিনি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বারিন্দ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বেলাল উদ্দীন বলেন, ‘এই চারজন গতকাল এসে আমাদের সচিবের সঙ্গে কথা বলে গিয়েছিলেন। আজ আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমার সঙ্গে না বসে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে যান।

তারা বিভিন্ন কথাবার্তা বলছিলেন। এখন আমাদের কলেজে তো আন্দোলনকারী শিক্ষার্থী আছে। তারা এসবের প্রতিবাদ করেন।’

অধ্যক্ষ জানান, তার কলেজে অনুষ্ঠান চলছে। তাই আগে থেকেই পুলিশ ছিল।

পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা আসেন। তারা চারজনকে থানায় নিয়ে যান।

সন্ধ্যায় ওই চার ছাত্রনেতাকে নগরের চন্দ্রিমা থানা থেকে অন্য ছাত্রনেতাদের জিম্মায় দেওয়া হয়। আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তাই ছাত্রনেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

মিশু একটি লিখিত বক্তব্যে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে বারিন্দ মেডিক্যাল কলেজ থেকে আমাদের কাছে অভিযোগ আসতে থাকে। সেখানে শাহরিয়ার আলমের বাবার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী কর্মরত রয়েছেন।'

তিনি আরো বলেন, ‘চলমান অপারেশন ডেভিল হান্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসি। আলোচনার একপর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ (যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত) এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ঢুকে পড়েন এবং বাগবিতণ্ডা শুরু করেন। এরমধ্যে রুম ও প্রতিষ্ঠানটির বাইরে মব তৈরি করে আমাদের আটকে ফেলা হয় এবং ইচ্ছেকৃতভাবে চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।’

মিশু বলেন, ‘এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি। এবং অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

মন্তব্য

কেরানীগঞ্জে মেয়ের সামনে মাকে কুপিয়ে মারল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কেরানীগঞ্জে মেয়ের সামনে মাকে কুপিয়ে মারল ছিনতাইকারীরা
সংগৃহীত ছবি

দক্ষিণ কেরানীগঞ্জে সীমা আক্তার (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইকুরিয়া আগানগর ছোট মসজিদের আমবাগিচার পেছনে বউবাজারের সামনে এ ঘটনাটি ঘটে। 

সীমা মাদারীপুর সদর উপজেলার বড় কান্দি গ্রামের জলিল বেপারীর মেয়ে। তিনি ফল ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী।

তারা আগানগর আমবাগিচা বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

স্থানীয়রা জানায়, সীমা তার ছয় বছর বয়সী মেয়ে সাকিবাকে কোচিং করিয়ে বাসায় ফিরছিলেন। পথে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। আহত সীমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমি দোকানে ছিলাম, খবর শুনে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সীমাকে হাসপাতালে নিয়ে আসি।’

তিনি আরো বলেন, ‘সীমার দুটি কানের দুল ও স্বর্ণের চেন এবং টাকা নিয়ে যায় হত্যাকারীরা। এটা ছিনতাই না অন্য কিছু বলতে পারছি না।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জে ওহিদ আলী নবীন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আরেকটি ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।

আরো পড়ুন
দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন : আমান উল্লাহ

দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন : আমান উল্লাহ

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহীর মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে।

মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম সরোয়ার খান বলেন, ২০২২ সালের ২৮ আগস্ট যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এরপর চালককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এসময় প্রাইভেটকার তল্লাশি করে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১লিটার মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

মন্তব্য

দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন : আমান উল্লাহ

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন : আমান উল্লাহ
ছবি : কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খুলনা বিভাগের সমন্বয়ক আমান উল্লাহ আমান বলেন, ‘সামনে নির্বাচন। সবািই দলের হয়ে কাজে নেমে পড়েন। দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু দলে থেকে দলের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না।

কেউ দলের বিরুদ্ধে কাজ করলে তিনি দল থেকে ছিটকে পড়বেন। তারেক জিয়া দলের ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আপনারা সেই ঐক্য ধরে রাখুন।’

আরো পড়ুন
মৃত্যু পরবর্তী জীবনের প্রতি কাফিরদের অবিশ্বাস

মৃত্যু-পরবর্তী জীবনের প্রতি কাফিরদের অবিশ্বাস

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে বিকেল ৪টায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি। ফ্যসিস্ট হাসিনার নির্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল। তার সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যসিস্ট শেখ হাসিনা। এখন সেই ফ্যাসিস্ট হাসিনাসহ তার চৌদ্দগুষ্টি পালিয়েছে।

খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশ স্বনির্ভর হয়। কৃষিতে উন্নতি হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য কমে যায়। বিএনপি ক্ষমতায় এলে মানুষ খেয়ে-পরে সুখে থাকে।

নদী-নালা, খাল-বিল পানিতে ভরে ওঠে। জমিতে ফসলের সবুজ রং কৃষকের মন ভরিয়ে দেয়। তাই তারেক রহমান বলেন, একটু উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বনির্ভরতা।’

আরো পড়ুন
রাজধানীজুড়ে পুলিশের ৫০০ টহলদল, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪৮

রাজধানীজুড়ে পুলিশের ৫০০ টহলদল, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪৮

 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন মুজিবের মেয়ে পালায় না, তার একদিন পরে গোষ্ঠীসহ পালায়া গেল। বেগম খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল।’

মেহেপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য মাসুদ অরুণ, আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ